Sunday, June 10, 2018

মুক্তিযুদ্ধের সংগঠক, ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এখলাছ উদ্দীন এবং জেষ্ঠ সন্তানের রক্তে রন্জিত হবে নবগঙ্গা...!

যে শহীদদের চোখে দেখিনি শুধু মহান ত্যাগের গল্প কাহিনী পড়ে জানতে পেরেছি, তাদের প্রতি আমার ঠিক ৭৫ এর ১৫ই আগষ্টে ঘটে যাওয়া এবং ৩ রা নভে বদ্ধ জেলের প্রকোষ্ঠে নিহত জাতীয় ৪ নেতার প্রতি নিবিষ্ট সকল শ্রদ্ধা ও ভক্ত এবং সমবেদনা সমমানের। এক এক সময় ভাবী বোধ হয় ওরকম মৃত্যুর মাঝে এক অনন্ত আত্ম তৃপ্তি ছিল। এ নষ্ট ভ্রষ্ট নিকৃষ্ট হীন মন মানসিকতায় ভরিপুর সমাজ ও রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য শহীদরা তাদের সোনালী দিনের সূর্যকে ডুবিয়ে দেয়নি। এ অনিয়মতান্ত্রিক অব্যবস্থা দুর্নীতি স্বজনপ্রীতির জন্য আমরা যুদ্ধে যাইনি। আর জাতিরজনক বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা এবং এখলাস উদ্দিন স্যারদের সারা জীবন জেল জুলুম নির্যাতন সহ্য করার মূল লক্ষকে সারাদিন মূখে জয় বাংলা বলে গগন ফাটালেও বক্ষে ধারন করিনি। আমরা আসলেই জাতীয় জননেতা মহান স্বাধীনতার সংগঠক বীর মুক্তিযোদ্ধা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ ৪০ হাজার মা বোনের সাথেই বেঈমানী করছি কিন্তু মূখে মুজিববাদ প্রতিষ্ঠার মিথ্যে আস্ফালন করছি। আমরা মুক্তিযোদ্ধাদের সন্মান করছি না বরং তাদের নাম ভাঙ্গিয়ে ঠিক বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার নামে সব ভন্ডামী ও প্রতারনা করছি। স্বয়ং আওয়ামী লীগের ভিতরেই এখন সে ৭১ এর পাক হায়েনার বীজ এবং খন্দকার মোস্তাকের প্রেতাত্ত্বা ঘাপটি মেরে বসে আছে। আমরা কিছুই করতে পারছি না। না পারছি নৌকা আওয়ামী লীগ ছাড়তে না পারছি একান্তভাবে কষে ধরতে। আমরা কোথায় যাবো? মোকতেল হোসেন মুক্তি 
*****************


আজ এগারোই জুন, বাবা ও বড় ভাইয়ের ৩৪তম মৃত্যু বার্ষিকী। এখন রাত বারোটা, এ রাতে আমার ঘুম আসেনা। কিছুক্ষণ পরেই ঘটে যাবে আমার ও আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক মর্মান্তিক দুঃর্ঘটনাটি। মুক্তিযুদ্ধের সংগঠক, ৮ ও ৯নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এখলাছ উদ্দীন এবং জেষ্ঠ সন্তানের রক্তে রন্জিত হবে নবগঙ্গা...!
এখলাছ উদ্দিন মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন, পাকহানাদার বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সে যুদ্ধে জয়ী হয়ে বীরের বেশে দেশে ফিরে এসেছিলেন। সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করেছিলেন দেশকে সোনার বাংলায় পরিনত করার জন্য। বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি। কিন্তু ততোদিনে বাংলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের অতন্দ্র প্রহরীরা দেখেছিলেন সে ঘন কালো মেঘ, কিন্তু তার ভয়াবহতা, বিভৎষ্যতা অনুধাবন করতে পারেননি । আমলে নেননি সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে প্রতিবিপ্লবী শক্তির উত্থান। এই উদারতা বা ভুলের জন্য বঙ্গবন্ধু শুধু নিজের রক্ত দিয়ে নয়, পুরা পরিবারের এবং সারা জীবনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচরদের রক্ত দিয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত করেছিলেন।
বঙ্গবন্ধুর মৃত্যু পরবর্তী বাবা আরো দশটি বছর বঙ্গবন্ধুর সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ধারণ করে বেচে ছিলেন। কিন্তু তার সে জীবনটা ছিলো কঠিন এক সংগ্রামী জীবন এবং তিনি সংগ্রাম করেছিলেন সেই স্বাধীনতা বিরোধী পরাজিত প্রতিবিপ্লবী অপশক্তির বিরুদ্ধে। আপোষ করেননি, তবে করতে পারতেন। আপোষ করলে এখলাছ উদ্দীনকে হয়তো এভাবে স্বপুত্র মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হতোনা, বেচে থাকতেন এবং নিজ পুত্রের লাশ কোলে নিয়ে মৃত্যুর জন্য নবগঙ্গার বালু তীরে অপেক্ষা করতে হতোনা।
না, এখলাছ উদ্দিন রাজনীতি ছাড়েননি এবং আপোষ বা মোস্তাকের আবরণও পরেননি। টিমটিম করে জ্বলা রাজনীতির সে মশালটি তিনি বহন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে তৎকালীন পনেরো দলের প্রায় প্রতিটি জনসভায় তিনি বঙ্গবন্ধুর সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বর্ননা করতেন। মানুষও মন্ত্রমুগ্ধের মতো শুনতেন তার সেই বক্তব্য এবং জানার ও বুঝার চেষ্টা করতেন সেই অজানা আদর্শকে। অথচ এখলাছ উদ্দীন বঙ্গবন্ধু ঘোষিত বাকশালের দায়িত্বশীল কোনও পদে ছিলেন না, তিনি ছিলেন পদাধিকার বলে(সংসদ সদস্য) বাকশালের একজন সাধারণ সদস্য। বঙ্গবন্ধু জানতেন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, তৎকালীন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে কতটা বিপদজনক। আমলে নেননি। বঙ্গবন্ধুর মৃত্যু পর এখলাছ উদ্দীনও জানতেন সে বিপদের কথা। কিন্তু তিনিও আমলে নেননি। বঙ্গবন্ধুর সে রাজনীতির মশালটি নিয়ে সামনে এগিয়েছেন। তিনি জানতেন স্বাধীনতা বিরোধী পরাজিত প্রতিবিপ্লবী শক্তি তাকে হত্যা করবে। পিছু হটেননি, জ্বালিয়ে রেখেছিলেন টিমটিম করে জ্বলা রাজনীতির সে মশালটি। 
আওয়ামী রাজনীতির সে মশালটি বার বার জ্বলে উঠেছে। একানব্বই সালে ষড়যন্ত্রকারী প্রতিবিপ্লবী শক্তি আবারও আওয়ামী রাজনীতিকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু ছিয়ানব্বই সালে রাজনীতির সে মশালটি দাবানলের মতো ষড়যন্ত্রকারীদের ধংস করে দেয়। ফিরে আসে আওয়ামী লীগ ক্ষমতায়, এবং প্রাণ ফিরে পায় মুক্তিযুদ্ধের চেতনা। শুরু হয় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যার বিচার প্রক্রিয়া এবং সেটা ছিলো এক অসাধ্য সাধন। বিচারহীন সমাজকে আইনের আওতায় আনা কঠিন বাস্তবতা। আবারও ফিরে আসে পঁচাত্তর দুইহাজার এক সালে এবং শুরু হয় আওয়ামী লীগকে ও তার রাজনীতিকে ধংস করার প্রক্রিয়া। কিন্তু ততোদিনে আওয়ামী লীগের শরীরের তৈরী হয়ে গেছে এন্টিবডি। তাকে ধংস করা যায়নি। আওয়ামী রাজনীতির সে মশালটি দাওদাও করে আবারও জ্বলে উঠে। সে আগুনে স্বাধীনতা বিরোধী প্রতিবিপ্লবীরাজাকারদের ঝুলতে হয় ফাসীর কাষ্ঠে, আর এখন ধংসের দ্বারপ্রান্তে। তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই। বর্তমান রাজনীতি বুঝতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশের তথা আআওয়ামী রাজনীতির দিকে। আওয়ামী লীগের আদর্শবাদী রাজনীতি তখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে । ক্যান্সার জীবাণু শরীরের সুস্থ কোষগুলিকে নিজেই খেয়ে ফেলে এবং আওয়ামী লীগের দেহের তখন নিয়ন্ত্রণ নিয়েছে ক্যান্সার জীবাণু, বাংলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে, চারিদিকে দূর্যোগের ঘনঘটা। তার ভয়াবহ পরিনতি পঁচাত্তরের পনেরই আগস্ট এবং প্রতিবিপ্লবী স্বাধীনতা বিরোধী অপশক্তির ক্ষমতায় ফিরে আসা।
আওয়ামী লীগের নেতাদের আহ্বান জানানোর ধৃষ্টতা আমার নেই, নিধিরাম সর্দারের মতো অনুরোধ করছি প্লিজ আপনারা রাজনীতি করুণ। রাজনীতি ক্যান্সারে আক্রান্ত হলে নিজের শরীর তারা নিজেরা খেয়ে ফেলে। তবে এটা স্বাধীনতা পরবর্তী বা পঁচাত্তর পরবর্তী সময় নয় এবং এটা দুই হাজার আঠারো সাল। বিশাল ব্যবধান। যুগটি ডিজিটাল। রাজনীতিকে ক্যান্সার জীবাণু থেকে মুক্ত করা খুব সহজ, প্রয়োজন শুধু সদিচ্ছার। বিজ্ঞান -প্রযুক্তি নির্ভর প্রতিষেধক প্রয়োগ করুণ এবং ধারণ করুন নুতন দর্শন, নুতন চেতনা যার থাকবে একটা সৌন্দর্য। যুগে যুগে আওয়ামী রাজনীতি সেটা ধারণ করেছে। আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকেই নুতন দর্শন, নুতন চেতনা নিয়ে জনগণের সামনে এসেছে, জনগণ তাকে বিমুখ করেনি এবং ভবিষ্যতেও বিমুখ করবেনা।
ভোর হতে আর বেশি দেরি নেই। কিছুক্ষণের মধ্যে বাবা বড় ভাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়বেন...আপনজনেরা তখনও ঘুমিয়ে আছে, আর নবগঙ্গার বালুর চরে রক্তাক্ত সন্তানের লাশ বুকে নিয়ে শুয়ে আছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তযোদ্ধা আমার বাবা... আমরা শোকাহত .... তুমি রবে নিরবে হ্নদয়ে মমো !!! 


Sheikh Nadim Mahmud মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নড়াইল জনপদের রাজনীতির মহান শিক্ষক শহীদ এখলাছ উদ্দিন আহমেদ এর শাহাদত বার্ষিকী তে গভীর শ্রদ্ধাঞ্জলি।
Snehangshu Roy আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি 🙏🏻
Ibrahim Bsl বঙ্গবন্ধুর ছোয়া যাদের জীবনে ভালবাসার নিড় বেধেছিল শহীদ এখলাছ উদ্দিন আহমেদ তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিপাহসালার টুনু ভাই ও সেই আদলে নিজেকে গড়ে তোলার জন্য তৈরি হতে না হতে পাড়ি দিলেন পর পারে বাবার হাত ধরে। নড়াইলের মানুষ আজীবন এই শোককে শক্তিতে পরিনত করবে জননেত্রী শেখ হাসিনা ভালবাসায় সিক্ত হয়ে আপনাদের নেতৃত্বে। বিনম্র শ্রোদ্ধা জানাই মরহুমদের আত্বার মাগফিরাতের মাধ্যমে।
Mag Saifuzzaman Sheikh বিনম্র শ্রদ্ধা ! আজকের সমাজে জন্ম নিক এখলাছ ভাইয়ের মত নেতা । জয় বাংলা।

Hm Lakberl গভীর শ্রোদ্ধার সাথে স্বরন করি,
মহান আল্লাহ তালার কাছে শহীদের আত্নার মাগফেরাত কামনা করি মহান আল্লাহ যেন শহীদের কে জান্নাতুল ফেরদৌস নসীব করেন,আমিন
Shaik Mohemmed Fazlul Karim আল্লাহ উনাদের জান্নাতে স্থান দিন আমিন

Mohammed Alfatul Kabir বিনস্র শ্রদ্ধাঞ্জলি.আল্লাহ উনাদের জান্নাতে স্থান দিন আমিন
M M Kamruzzaman Kamrul গভীর শ্রোদ্ধার সাথে স্বরন করি,
মহান আল্লাহ তালার কাছে শহীদের আত্নার মাগফেরাত কামনা করি মহান আল্লাহ যেন শহীদের কে জান্নাতুল ফেরদৌস নসীব করেন,আমিন
শাহরিয়ার বাপ্পী এদেশে মুখে মুখে থাকার কথার ছিল বঙ্গবন্ধুর আদর্শের গল্প। অথচ বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর যারা এটি করবেন সেই আদর্শের মানুষগুলোকেও পর্যায়ক্রমে হত্যা করে বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার। ভয় হয় তেলবাজ তল্পিবাহকদের বেদম বাড়াবাড়িতে একদি...See More
Sayed Anisur Rahman নড়াইল জেলাতে এমন বীর আর হবে না!মুসলিম লীগ করা তার বিরোধী রাজনিতিবিধ রাও তাকে যে সম্মান আর শ্রদ্ধা করেগেছেন তা বলে বোঝানো যাবে না!কিন্তু কিছু মানুষ আছে যারা আদোতে পশুদল! তারা এই মহান মানুষ টাকে কি নির্মমভাবে হত্যা করেছে!!আহ!আল্লাহ্‌ তাকে স্বপুত্রক জান্নাত দান করুন।
Md Jasim Uddin Kanak ইতিহাসের মহান বীরের প্রতি বিনস্র শ্রদ্ধা।আল্লাহ উনাদের জান্নাতবাসী করুন আমিন
Tofaiel Mahmud ইতিহাসের মহান বীরের প্রতি বিনস্র শ্রদ্ধা।আল্লাহ উনাদের জান্নাতবাসী করুন আমিন
Md Biplob Sikdar বিনম্র শ্রদ্ধা জানাই ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ রববুল আলামিন তাঁকে বেহেস্ত নসীব করুন, আমিন।

Moniruz Zaman Moni গভীর শ্রদ্বার সাথে স্মরন করছি রাজনৈতিক গুরু তোমায়। যে জাতি বঙ্গবন্ধুকে প্রকৃত মর্যাদা দিতে পারলনা, সে জাতি তোমাকে কি মর্যাদা দিবে? বঙ্গবন্ধু ছিলেন পুরা জাতির বঙ্গবন্ধু, আর তুমি ছিলে নড়াইলের বঙ্গবন্ধু। আর সে জন্যই তোমাকেও পরিবারের আদর্শ সন্তানকে নিয়ে মৃত্যু বরন করতে হয়েছে। বঙ্গবন্ধু তথা তোমার আদর্শ নিয়ে সবাই বেচে থাকুক, তোমার মৃত্যু দিবসে এই হোক আমাদের শপথ।।
 
Khandker Maksud Hassan Kollayan সৃষ্টিকর্তা বেহেস্ত দান করুন।
আমিন।
Abdus Sattar বিনম্র শ্রদ্ধা জানাই। আল্লাহপাক যেন দুজনকে বেহেস্ত নছিব করেন আমিন।
Abdullah Fosiar Abdullah গভীর শ্রদ্ধাঞ্জলি।
Nakib Rahman সত্যি তিনি অনেক মহান আমি তাঁর মৃত্যু বার্ষিকীতে গিয়েছিলাম কাকার কাঁধে চড়ে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে HPM ও গিয়েছিলেন। আমি একদিন সচিবালয়ে ডিউটি করি তখন এক বৃদ্ধ পিয়ন আমাকে বলছিলেন স্যার আপনার বাড়ী কোন জেলায় আমি বল্লাম নড়াইল কালিয়া থানা তি...See More
Nakib Rahman যারা অজ্ঞানী মূর্খরা সঠিক সত্য কেও মেনে নিতে পারে না।
Shipon Sohag বিনম্র শ্রদ্ধা মুক্তিকামী বীরসন্তান বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান শহীদ এখলাস উদ্দিন ও তার সন্তানের মহান স্মৃতির প্রতি!
নিয়ে এসেছিলে মৃত্যুহীন প্রাণ
মরণে তাহা'ই করে গেলে দান!!
Saifuzzaman Saif বিনম্র শ্রদ্ধা
মহান আল্লহতালা উনাদের জান্নাতবাসী করুন আমিন...

NI Khan আমারা গভীর ভাবেশোকাহত।নড়ালই বাসির আজ একটি কলংকিত দিন। আজ এইদিনে হারিয়েছি আমামাদের মহান নেতা কে। প্রিয় নেতা কে গভীর শ্রদ্বার সাথে স্বরন করি। মহান সৃষ্টির্কতার কাছে প্রার্থনা তুমি মহানকে তার শ্রেষ্টপ্রাপ্তি দানকরো।
Khan Jahangir Alam বিনম্র শ্রদ্ধা রইলো এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।।
Mohammad Alamgir Hossain খুবই দুঃখজনক ঘটনা।
তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। 
তারা মরে গিয়েও আমাদের মাঝে বেচেঁ থাকবেন আজীবন।
F M Amirul Islam বিনম্র শ্রদ্ধা।

Wobaidur Rahman গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের এই সংগঠক আপনার শহীদ পিতা ও ভাইকে। আল্লাহুতালা এই মহান শহীদদের জান্নাতুন ফেরদাউস দান করুন। আমিন।
Mollah Obayedullah Baki I salute both the heroes who did lot for the nation . We pray for his eternal peace.

Kartik Das দক্ষিণবঙ্গের আপোষহীণ জননেতা কালো মানিক ,জাতিরজনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর,মুক্তিযুদ্ধের সংগঠকসহ খান সেনাদের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করা মানুষটিকে বিনম্র শ্রদ্ধা অার শতকোটি প্রণাম জানাই । বন্ধু টুনুকেও সম্মান জানাই । সেই দিনগুলির কথা মনে পড়ে । ৭০ দশকের দি...See More
Molla Lutfor Rahman গভীর শ্রদ্ধা ও মমতায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সংগঠক আদর্শিক নেতাকে।
আল্লাহ্‌ যেন বেহেস্ত নসিব করেন মহান পিতা উনার প্রিয় সন্তানকে।
গভীর বিশ্লেষণ ধর্মী বাস্তব পরিস্থিতির আলোকে লিখিত এই আলেখ্য গ্রহণ করছি নির্দিধায়।...See More
Enamul Hoq গভীর শ্রদ্ধা জানাই এই বীরের স্মৃতির প্রতি। মহান আল্লাহ্ শহীদান দের বেহেস্ত নছিব করুণ ---------------- আমিন।

Zahirul Islam মহান আল্লহতালা উনাদের জান্নাতবাসী করুন। আমিন।
Shafiqul Islam তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। এই দিনটির কথা আমার খুব মনে পরে। ঘটনাটি যখন ঘটে তখন আমরা মস্কোতে ছিলাম। হতবাক হয়ে , আপনার এই মর্মান্তিক দুঃখজনক ঘটনায় আপনাকে সান্তনা দেওয়ার ভাষা আমার ছিলোনা।
Prince Nazmul আমরা এ দিন হারিয়েছি মুক্তিকামী বীর শ্রেষ্ঠ সন্তান শহীদ এখলাছ উদ্দিন আহম্মেদ ও তার বড় সন্তান টুনু ভাইকে। আজ তাদের গবীর শ্রদ্বার সাথে স্বরন করি।
MdAnamul Kabir Sikder বিনম্র শ্রদ্ধা রইলো। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।।
Pronab Roy বিনম্র শ্রদ্ধা রইলো এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি"।
Md Isanur Mollah আমরা আপনার পরিবারের সাথে সমব্যথী ও গভীরভাবে শোকাহত। নড়াইলের এই জনপদের রাজনীতিতে মরহুম শহীদ এখলাছ উদ্দীনের স্হান কোনদিনই পূরন হবার নয়। ৭১ এর পরাজিত ঘাতক দালালরা সেদিন হত্যা করেছিল তাকে এবং তার পুএকে। ঘাতকরা হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শকে কিন্তু ...See More
Arafat Narail Bsl বিনম্র শ্রদ্ধা রইলো এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।।

Chanchal Shahriar Mim মাতৃভূমিকে স্মরণ করে মনে মনে বললাম মাগো তোর পায়ের শৃঙ্খল মোচন করতে আমার সামান্য ক্ষমতার আওতায় এমন কোনো ত্যাগ নেই যা আমি স্বীকার করতে রাজি নই, প্রাণতো সেখানে তুচ্ছ্ব________

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,,...See More

Sudeb Mondal Govir shrodha Bir shohid der jonno...

MD Sirazul Alam Khan Amader o mone pore.Almighty Allah behest nasib korun.
Basu Sikder অামার প্রিয় নেতার মহা প্রয়ান দিবস এ শশ্রদ্ধা সালাম।

Gopal Ray বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমার রাজনৈতিক গুরু মরহুম একলাজ উদ্দিন সাহেব এবং তার জৈষ্ঠ পুত্রের নৃশংস হত্যাকাণ্ড আমাকে দারুণ ভাবে ব্যথিত করে। পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগ কালের চক্রে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। আমি আমার লিডার এর সাথে থেকে তাঁর সান্নিধ্য লাভের চেষ্টা করেছি এবং বাকশালে যাবতীয় কার্যক্রম অংশগ্রহণ করেছি। তাই এই দিনের নবগঙ্গার তীরের সেই বিভৎস চিত্র আমার হৃদয় থেকে কোনদিন মুছে যাবে না। জয় বাংলা।

Moktel Hossain Mukthi যে শহীদদের চোখে দেখিনি শুধু মহান ত্যাগের গল্প কাহিনী পড়ে জানতে পেরেছি, তাদের প্রতি আমার ঠিক ৭৫ এর ১৫ই আগষ্টে ঘটে যাওয়া এবং ৩ রা নভে বদ্ধ জেলের প্রকোষ্ঠে নিহত জাতীয় ৪ নেতার প্রতি নিবিষ্ট সকল শ্রদ্ধা ও ভক্ত এবং সমবেদনা সমমানের। এক এক সময় ভাবী বোধ হয় ওরকম...See More

GS Palash বিনম্র শ্রদ্ধা রইলো এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।।

Goutom Sutrodhor এই।দিনটা।নড়াইল।বসি।জন্য।কালো দিন।

Moktel Hossain Mukthi https://national4leaders.blogspot.com/আপনার লেখাটি আমার এই ব্লগে আপনার অনুমতি ছাড়াই দিলাম। দেখবেন হয়তো ভালো লাগবে এবং প্রচার হবে হয়তো।

NATIONAL4LEADERS.BLOGSPOT.COM